- সারাদেশ
- সন্দ্বীপে নিরাপদ নৌযান ও বর্ধিত ভাড়া প্রত্যাহারসহ ১০ দফা দাবি
সন্দ্বীপে নিরাপদ নৌযান ও বর্ধিত ভাড়া প্রত্যাহারসহ ১০ দফা দাবি

‘অনলাইন অ্যাক্টিভিস্টের’ ব্যানারে জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালামের সঙ্গে তরুণদের সাক্ষাৎ/ ছবি- সমকাল
সন্দ্বীপ-চট্টগ্রাম নৌপথে নিরাপদ যান ও বর্ধিত ভাড়া প্রত্যাহারসহ ১০ দফা দাবি জানিয়েছেন সন্দ্বীপের তরুণরা।
আজ মঙ্গলবার ‘অনলাইন অ্যাক্টিভিস্টের’ ব্যানারে জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালামের সঙ্গে সাক্ষাৎ করে তারা এ দাবি জানান। এ সময় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে গুপ্তছড়া-কুমিরা ঘাটের দুর্ভোগ তুলে ধরেন।
১ ফেব্রুয়ারি পূর্ব ঘোষণা ছাড়াই সন্দ্বীপ-চট্টগ্রাম নৌ রুটের ২০ শতাংশ ভাড়া বাড়িয়ে দেন ঘাট ইজারাদার আনোয়ার হোসেন। সমালোচনার মুখে সাতদিনের মাথায় তখন বর্ধিত ভাড়া প্রত্যাহার করা হয়। এ ঘটনার দেড় মাসের মাথায় আবারও ভাড়া বাড়ানোর ঘোষণা দেন ইজারাদার। এরপর থেকে বর্ধিত ভাড়া আদায় করা হচ্ছে। ১৮ মার্চ থেকে ২৫০ টাকার ভাড়া ৩০০ টাকা করে নেওয়া হচ্ছে বলে বৈঠকে জানান তরুণরা।
জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম ভাড়া বাড়ানোর বিষয়ে অবগত নন বলে জানান। বৈঠকে উপস্থিত জেলা পরিষদের প্রধান নির্বাহী সাব্বির ইকবাল বলেন, ১ ফেব্রুয়ারি হঠাৎ ভাড়া বাড়ানো হলে জেলা পরিষদ থেকে ইজারাদারের সঙ্গে কথা বলা হয়েছিল। ভাড়া বাড়াতে চাইলে তাকে স্থানীয় সাংসদ, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের সঙ্গে আলাপ-আলোচনার জন্য বলা হয়েছিল। তিনি কীভাবে ভাড়া বাড়িয়েছেন সে বিষয়ে আমরা অবগত নই।
এই নৌ রুটের যৌক্তিক ভাড়া নির্ধারণের জন্য প্রকৃত খরচ কত- তা খতিয়ে দেখতে তরুণদের নিয়ে পাঁচ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব দেন জেলা পরিষদ চেয়ারম্যান। জেলা পরিষদ তরুণদের দাবিসমূহের যৌক্তিকতা নিয়ে আলোচনা করে শিগগিরই সিদ্ধান্ত নেবে বলে আশ্বাস দিয়েছেন চেয়ারম্যান।
তরুণদের অন্য দাবিগুলোর মধ্যে রুগী পারাপারের জন্য ২৪ ঘণ্টা জরুরি সেবা চালু, নৌপরিবহনে লাইফ জ্যাকেট বাধ্যতামূলক করা এবং অযৌক্তিক ভাড়া নির্ধারণ বন্ধ করতে একাধিক ইজারাদারকে ঘাট ইজারা দেওয়ার দাবি অন্যতম।
বৈঠকে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আকবর মাহমুদ বাবর, মোসাদ্দেক আহমেদ, শামসুল আরেফিন শাকিল, সালেহ নোমান, আমজাদ হোসেন, ওমর ফয়সাল, আবু রায়হান তানিন, ইয়াসিন আরাফাত বাপ্পি, খাদেমুল ইসলাম, ইকবাল ইবনে মালেক, শামসুল আজম মুন্না প্রমুখ।
মন্তব্য করুন