চট্টগ্রামে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ষাটোর্ধ্ব বৃদ্ধকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা। সোমবার সন্ধ্যায় নগরীর পাহাড়তলী থানার আলিফ গলির একটি বস্তিতে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার মো. ইউসুফ ওই এলাকার বস্তিতে থাকেন। পরিত্যক্ত বর্জ্য কুড়িয়ে বিক্রি করেন তিনি।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ইফতারের সময় শিশুটি ঘরের বাইরে ঘুরছিল। এ সময় ইউসুফ তাকে চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে যান। সেখানে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। ওই বৃদ্ধকে আটকে রেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে ওই বৃদ্ধকে আটক করেন। 

এ ঘটনায় রাতেই শিশুটির বাবা মামলা দায়ের করেছেন।