ভোলার লালমোহনে জোড়া লাগানো দুই শিশুর জন্ম হয়েছে। 

লালমোহন পৌরসভার একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে  মঙ্গলবার রাতে জোড়া লাগানো শিশু দুটির জন্ম হয়।

লালমোহন সদর  ইউনিয়নের উত্তর ফুলবাগিচা ৮ নম্বর ওয়ার্ডের  মিতু ও বেল্লাল হোসেন দম্পতির জোড়া লাগানো শিশুর জন্ম হয়।

জানা যায়, বর্তমানে মা ও যমজ শিশু দুটি সুস্থ আছে। 

শিশু দুটিকে রাতেই শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (সেবাচিম) হাসপাতালে  উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়। 

বাবা বেল্লাল হোসেন শিশু দুটিকে বাচাঁতে হৃদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন।