বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের পরিবহনের জন্য ববির পরিবহন বহরে যুক্ত হয়েছে আরও দুটি নতুন বাস। বুধবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন নতুন বাস দুটি শিক্ষার্থীদের পরিবহনের জন্য উদ্বোধন করেন।

ববির জনসংযোগ দপ্তর জানায়, চলতি সপ্তাহে ৫২ আসনের এই নতুন বাস দুটি ক্রয় করা হয় শিক্ষার্থীদের পরিবহনের জন্য। টাটা ১৩১৬ মডেলের ৫৮৮৩ সিসির বাস দুটি ক্রয়ে ব্যয় হয়েছে ৮৪ লাখ ৫৮ হাজার টাকা। নতুন বাস দুটি উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ববির দায়িত্বপ্রাপ্ত রেজিষ্ট্রার অধ্যাপক ড. মুহসিন উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি ড. কাইয়ুম হোসেন, প্রক্টর ড. খোরশেদ আলমসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও পরিবহন পুলের কর্মকর্তারা।

জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়, নতুন দু’টি বাসসহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন বহরে এখন মোট বাসের সংখ্যা ১৯টি। এছাড়া শিক্ষার্থীদের পরিবহনের জন্য বিআরটিসির দুটি একতলা এবং ৬টি দ্বিতল বাস ভাড়া নিয়ে শিক্ষার্থীদের পরিবহন করা হচ্ছে।