- সারাদেশ
- ববি’র ট্রেজারার পদে নিয়োগ পেলেন ঢাবি'র অধ্যাপক ড. মো. বদরুজ্জামান
ববি’র ট্রেজারার পদে নিয়োগ পেলেন ঢাবি'র অধ্যাপক ড. মো. বদরুজ্জামান

অধ্যাপক ড. মো. বদরুজ্জাামান ভূঁইয়া
দীর্ঘ ৩০ মাস পর বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ট্রেজারার নিয়োগ দেওয়া হয়েছে। ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. বদরুজ্জাামান ভূঁইয়া।
ববির প্রক্টর ড. মো. খোরশেদ আলম বুধবার দুপুরে নতুন ট্রেজারার নিয়োগ দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী সপ্তাহে নতুন ট্রেজারার যোগদান করবেন বলে তিনি ববির উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনকে মোবাইল ফোনে জানিয়েছেন।
এর আগে মঙ্গলবার শিক্ষা মন্ত্রাণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারন বিশ্ববিদ্যালয় শাখার উপ সচিব মো. মাসুম আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ট্রেজারার পদে ড. মো. বদরুজ্জামান ভুইয়ার নিয়োগ মেয়াদ যোগদানের দিন থেকে চার বছর কার্যকর থাকবে। তবে প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়স পূর্তিতে মূল পদে প্রত্যাবর্তনপূর্বক অবসরগ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে উক্ত মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন। বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও ভোগ করবেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ৭ অক্টোবর ববির সাবেক ট্রেজারার অধ্যাপক ড. মো. এ.কে.এম মাহবুব হাসানের মেয়াদ পূর্ণ হলে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন বিভাগে যোগদান করেন। সেই থেকে ববির ট্রেজারার পদ শূন্য ছিল।
মন্তব্য করুন