ভোলার রাজাপুরে বিরোধীয় জমির দখল নেয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দফায় দাফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৪ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গুলিবিদ্ধ ৪ জন সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন ।

এদিকে গোলাগুলির সাথে জড়িত থাকার দায়ে  দুইজনকে আটক করেছে পুলিশ । পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও আহতরা জানায়, সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ক্লোজার বাজার এলাকার প্রায় ৫ একর জমি নিয়ে হারুন ফকির ও তাহের দেওয়ান গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। বিরোধীয় জমির দখল নেয়াকে কেন্দ্র করে গত কয়েকদিন এলাকায় উত্তজনা দেখা দেয়, ভাংচুরের ঘটনাও ঘটে। এর জেরে বুধবার সকাল ৯টায় ক্লোজার বাজারে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলি হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ফকির গ্রুপের কবির হোসেন মনজু, আনোয়ার গাজি পথচারী নুরনবী ও সাত্তার বেপারী গুলিবিদ্ধ হন। পুলিশ ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেছেন। হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জানান, উত্তেজনার মধ্যে মিন্টু, তারেক, মো. আলী ও বাবু শর্টগান দিয়ে অতর্কিত গুলি ছোড়ে।

ভোলা সদর থানার ওসি এনায়েত হোসেন জানান, ঘটনার পর অভিযান চালিয়ে মো. আলী ও মিন্টু নামের ২জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে গুলিছোড়ার অভিযোগ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়ার কথাও জানান পুলিশের এই কর্মকর্তা।