- সারাদেশ
- পদ্মা নদীতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু
পদ্মা নদীতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

প্রতীকী ছবি
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে ডুবে রিসাব (১০) নামে মানসিক প্রতিবন্ধী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর মসজিদ সংলগ্ন নদীতে ডুবে ওই শিশুর মৃত্যু হয়। মৃত রিসাব একই এলাকার মইদুল মালিথার ছেলে।
এলাকাবাসী জানায়, মানসিক প্রতিবন্ধী হওয়ায় রিসাবকে তার বাবা মা বেঁধে রাখতো। সকালে রিসাবের বাঁধন খুলে দৌড়ে সে পদ্মা নদীর ধারে গিয়ে পানিতে ঝাঁপ দেয়। এলাকাবাসী নদীতে নেমে সন্ধান চালিয়ে শিশুটির মৃতদেহ উদ্ধার করে।
ফিলিপনগর ইউপি চেয়ারম্যান নইমদ্দিন সেন্টু প্রতিবন্ধী শিশু রিসাবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন