চট্টগ্রামে পহেলা বৈশাখের সব অনুষ্ঠান দুপুর ২টার মধ্যে শেষ করতে হবে। এ সংক্রান্ত ১১টি নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

বুধবার দুপুরে সিএমপির অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) শাহাদত হুসেন রাসেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নির্দেশনাগুলো হলো- অনুষ্ঠানে আগতদের মুখোশ ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে; ডিসি হিল ও সিআরবি এলাকায় দর্শকদের প্রবেশ-বাহির হওয়ার জন্য নির্ধারিত পথ ব্যবহার করতে হবে; শব্দ দূষণকারী ভুভুজেলা, বাঁশি বাজানো থেকে বিরত থাকতে হবে; বাজি-পটকা বহন ও ফোটানো যাবে না; উৎসবমুখরতা যাতে জনউপদ্রবে পরিণত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে; অনুষ্ঠানস্থলে বড় ব্যাগ, পোটলা ও ব্যাকপ্যাক বহন করা যাবে না; সন্দেহজনক কোনও ব্যক্তি বা বস্তু দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে তথ্য জানাতে হবে; যে কোনও ধরনের মাদকদ্রব্য গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে; উৎসব প্রাঙ্গণে কোনও খাবারের দোকান বসানো যাবে না; নারী ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের নাগরিক সহযোগিতা প্রদান করতে হবে।

জনসাধারণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় এসব নির্দেশনা মেনে বাংলা নববর্ষ-১৪২৯ উদযাপনের আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।