- সারাদেশ
- প্রেমিক হত্যার দায়ে প্রেমিকার আমৃত্যু কারাদণ্ড
প্রেমিক হত্যার দায়ে প্রেমিকার আমৃত্যু কারাদণ্ড

কুষ্টিয়ায় প্রেমিককে হত্যার দায়ে প্রেমিকাকে আমৃত্যু ও পরিবারের ৪ জনের যাবজ্জীন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে প্রত্যেকের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সাজার আদেশ দিয়েছেন আদালত।
বুধবার দুপুর ১২টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আতিরিক্ত আদালত-১ এর বিচারক তাজুল ইসলামের আদালতে ৫ আসামির উপস্থিতিতে আদালতে এই রায় ঘোষণা করেন।
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত হলেন দৌলতপুরের ভুরকাপাড়া গ্রামর আব্দুল মান্নানের কন্যা প্রেমিকা শিখা খাতুন (২৮)। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, শিখার পরিবারের সদস্য এলাকার জলিল সরকারের ছেলে আব্দুল মান্নান, সাধু সরকার ও বজলু সরকার এবং ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ গ্রামের রাজন বিশ্বাসের কন্যা আজমিরা খাতুন।
এছাড়া এমামলার চার্জশিটভুক্ত আসামি সাহাজুল সর্দার, রাজন ও উজির আলীদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৬ অক্টোবর রাত সাড়ে ৮টায় ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ খন্দকারপাড়ার বাসিন্দা মীর শহিদুল ইসলামের ছেলে রায়হান মোবাইল ফোনের কল পেয়ে বাড়ি হতে বেড়িয়ে রাতে আর ফিরে আসে না।
পরদিন ৭ অক্টোবর দুপুরে উপজেলারর পালপাড়া মাঠের একটি পানবরজের পাশ থেকে যুবক রায়হানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে ভেড়ামারা থানা পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা মীর শহিদুল ইসলাম ৯ অক্টোবর বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে অপহরণ ও হত্যার অভিযোগ এনে মামলা করেন ভেড়ামারা থানায়।
মন্তব্য করুন