- সারাদেশ
- পলাশে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
পলাশে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

প্রতীকী ছবি
নরসিংদীর পলাশ উপজেলায় বর্ষা বেগম (১৮) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার সকালে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বাঙ্গালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বর্ষা বেগম উপজেলার চরসিন্দুর ইউনিয়নের চরখোপি গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, সাত মাস আগে পারিবারিকভাবে বাঙ্গালপাড়া গ্রামের অন্তর সরকারের সঙ্গে বর্ষা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতো। এ নিয়ে বর্ষাকে মারধরও করতেন তার স্বামী।
বর্ষার বাবা আনোয়ার হোসেনের অভিযোগ, বুধবার সকালে তাদের মধ্যে ঝগড়া হলে বর্ষাকে মারধর করেন তার স্বামী। এক পর্যায়ে শ্বাসরোধ করে হত্যা করেন। আত্মহত্যা বলে চালিয়ে দিতে লাশ পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যান স্বামী অন্তর সরকার। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন। তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
মন্তব্য করুন