- সারাদেশ
- উখিয়া ক্যাম্পে রোহিঙ্গার ছুরিকাঘাতে রোহিঙ্গা খুন
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গার ছুরিকাঘাতে রোহিঙ্গা খুন

প্রতীকী ছবি
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে জাহিদ উল্লাহ নামে এক রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে।
বুধবার দুপুর দেড়টার দিকে উখিয়া ক্যাম্প-৫-এর সি ব্লকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম।
নিহত জাহিদ সি ব্লকের সাব ব্লক সি-৩-এর মো. সলিমের ছেলে। অভিযুক্ত আনিসুল হক একই ক্যাম্পের সি-১ ব্লকের হাশিম উল্লাহর ছেলে। তারা দু’জনই রাজমিস্ত্রির কাজ করতেন।
স্থানীয় রোহিঙ্গারা জানিয়েছেন, এনজিও সংস্থা হেলভেটাসের 'ডিজাস্টার রিস্ক রিডাকশন' প্রোগ্রামের রাজমিস্ত্রী জাহিদ উল্লাহর নেতৃত্বে দৈনিক মজুরিতে কাজ করতেন আনিসসহ কয়েকজন রোহিঙ্গা যুবক। তাদের কয়েকদিনের মজুরি বকেয়া ছিল।
বুধবার দুপুরে বকেয়া টাকা চাইতে গেলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জাহিদ উল্লাহকে ছুরিকাঘাত করেন আনিস। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
মন্তব্য করুন