- সারাদেশ
- চট্টগ্রামে ফেরত দেওয়া হচ্ছে ট্রেনের টিকিটের টাকা
চট্টগ্রামে ফেরত দেওয়া হচ্ছে ট্রেনের টিকিটের টাকা

ছবি: ফাইল
১০ ঘণ্টা পর রেলওয়ে রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। ধর্মঘট চলাকালে যেসব ট্রেন স্টেশন ছেড়ে যেতে পারেনি, সেসব ট্রেনের যাত্রীদের টিকিটের টাকা ফেরত দিচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বুধবার দুপুর থেকে টিকিটের টাকা ফেরত দেওয়া শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী।
তিনি বলেন, দুপুর ২টা থেকে ট্রেন চলাচল শুরু হলেও ট্রেন শিডিউলে বিপর্যয় ঘটে। এতে হাজারো যাত্রী দুর্ভোগ ও বিড়ম্বনায় পড়েন।
রানিং স্টাফদের ধর্মঘটের কারণে বুধবার সকাল ৬টা থেকে দুপুর পর্যন্ত ট্রেন চলাচল করতে পারেনি। এ সময়ে চট্টগ্রাম থেকে ঢাকামুখী সুবর্ণ এক্সপ্রেসসহ বিভিন্ন গন্তব্যের ছয়টি ট্রেন ছেড়ে যেতে পারেনি। ফলে সেসব ট্রেনের টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে।
মন্তব্য করুন