গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক বিক্রির দায়ে এক মাদক বিক্রেতাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে গাইবান্ধা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন।

মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত ওই মাদক ব্যবসায়ীর নাম সাজু মিয়া (৪৮)। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া শিল্পপাড়া গ্রামের মৃত আব্দুর সাত্তার মিয়ার ছেলে।

মামলা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৮ সালে ২৫ নভেম্বর গোবিন্দগঞ্জের গুমানিগঞ্জ ইউনিয়নের কুন্দখালাসপুর কালিতলায় কলাবাগান এলাকা থেকে সাজু মিয়াকে আটক করে পুলিশ। সেসময় তার শরীর তল্লাশি করে ৬০ গ্রাম হেরোইন এবং ১০৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

এ ঘটনায় ওইদিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার নামে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে ২০১৯ সালের ১৭ জুন মামলার চার্জশিট আদালতে জমা দেওয়া হয়।

এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) ফারুক আহম্মেদ প্রিন্স জানান, ওই মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় দেন।

তিনি আরও জানান, আসামির জবানবন্দিতে সিরাজুল ইসলাম নামে আরও একজনের নাম উঠে আসে। কিন্তু এতে সিরাজুল ইসলামের কোনো সম্পৃক্ততার সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় আদালত তাকে বেকসুর খালাস দেন।