- সারাদেশ
- ফরিদপুরে মাদকবিরোধী কর্মশালা
ফরিদপুরে মাদকবিরোধী কর্মশালা

ফরিদপুরে মাদকবিরোধী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের সহায়তায় জেলা প্রশাসনের উদ্যোগে শহরের অম্বিকা হলে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার।
সমন্বিত কর্মপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ কাজল। স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামীম হোসেন। ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান, পৌর মেয়র অমিতাভ বোস, সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান আলোচনায় অংশ নেন।
বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা কমাতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চাকরিতে যোগদান ও কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ডোপটেস্ট বাধ্যতামূলক করা দরকার। কর্মশালায় মাদকের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের কথা বলা হয়।
মাদকের বিস্তারে উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, দেশে কী পরিমাণ মাদকাসক্ত, কতজন মাদকের সঙ্গে জড়িত তার কোনো হিসেব নেই। কারা কীভাবে মাদক ব্যবসায় পেট্রোনাইজ করে তার কোনো পরিসংখ্যানও নেই।
কর্মশালায় জানানো হয়, গত বছর জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও র্যাবের অভিযানে ৫৯ হাজার ২০৭ পিস ইয়াবা, ১ হাজার ৯৪৯ বোতল ফেনসিডিল, ১৭৬ কেজি ২৭০ গ্রাম গাঁজা, ২ গ্রাম আইস, ৩৪ গ্রাম হেরোইন, ৮৪ হাজার ৪৫১ লিটার চোলাই মদ, ১৫ হাজার ১২৫ লিটার বিদেশি মদ, ১৩১ ক্যান বিয়ার ও ৪ অ্যাম্পুল ফেন্টালিন ইনজেকশন উদ্ধার করা হয়।
সংশ্লিষ্টরা জানান, ওয়ার্ডকে সর্বনিম্ন স্তর ধরে মাঠ পর্যায়ে মাদকদ্রব্যের বিরুদ্ধে কর্মপরিকল্পনা নেওয়া হবে। সারাবছর কোনো না কোনো ওয়ার্ডে মাদকবিরোধী কার্যক্রম চলবে। শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালানো হবে।
কর্মশালায় জেলা ও উপজেলা পর্যায়ের জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন