কুমিল্লার দেবিদ্বার উপজেলায় পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার পদ্মকোট গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- ডা. মঈনুদ্দিনের মেয়ে মাহি আক্তার (৭) ও তার ভাই প্রয়াত কামরুজ্জামানের মেয়ে তানহা আক্তার (৯)। পদ্মকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তানহা দ্বিতীয় শ্রেণিতে এবং মাহি প্রথম শ্রেণিতে পড়ত।

পুকুর থেকে দুই বোনের লাশ উদ্ধারের পর দেখা যায়, তারা পরস্পরকে জড়িয়ে আছে পরম মমতায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে গিয়ে মাহি ও তার চাচাত বোন তানহা পানিতে ড়ুবে যায়। তাদের সঙ্গে থাকা শিশুদের চিৎকারে স্বজনেরা ছুটে আসেন। এক পর্যায়ে জড়িয়ে ধরা অবস্থায় পুকুর থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়। দ্রুত দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।