- সারাদেশ
- বঙ্গোপসাগরে গুলিতে জেলে নিহত
বঙ্গোপসাগরে গুলিতে জেলে নিহত

ফাইল ছবি
বঙ্গোপসাগরে ‘নিষিদ্ধ’ জাল দিয়ে মাছ ধরা নিয়ে গুলিতে রাসেল (২০) নামে এক জেলে নিহত হয়েছেন। বুধবার সকালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা সাত্তার মাঝির ঘাটের পশ্চিমে সাগরে এ ঘটনা ঘটে। রাসেল রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়ার রফিক আহমেদের ছেলে।
স্থানীয় জেলেদের ভাষ্য, সকালে রাসেলসহ জেলেরা মাছ ধরতে গেলে তাদের বসানো জাল নিয়ে টহলরত এক 'বাহিনীর' সঙ্গে তাদের বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জেলেদের লক্ষ্য করে গুলি ছোড়া হলে রাসেল গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় অন্য জেলেরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেপের চিকিৎসক নিশাত বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা যান। নিহতের মামা এনাম জানান, রাসেল ইঞ্জিনচালিত নৌকা নিয়ে সাগরে মাছ ধরতে যান। মাছ ধরা অবস্থায় তাকে গুলি করা হয়। রাসেল কোস্টগার্ডের গুলিতে নিহত হয়েছেন বলে দাবি করেন এনাম।
নৌপুলিশের এসআই ইয়ার আলী বলেন, গুলিতে রাসেলের নিহতের খবরে হাসপাতালে আসি। লাশের বাম পাশে গুলির চিহ্ন রয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।
তবে এ ঘটনার সঙ্গে কোস্টগার্ডের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন কোস্টগার্ডের সাঙ্গু স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা সাজু আহম্মেদ। তিনি বলেন, সাগরে অবৈধভাবে মাছ আহরণ বন্ধে বিভিন্ন সংস্থা অভিযান চালিয়ে থাকে। বুধবার ওই স্থানে কোস্টগার্ডের কোনো অভিযান ছিল না।
আনোয়ারা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশিদুল হক জানান, সাগরে গুলিতে এক জেলে নিহত হয়েছেন। তবে কে বা কারা গুলি করেছে জানা যায়নি।
মন্তব্য করুন