গাইবান্ধার গোবিন্দগঞ্জের মাদক মামলায় সাজু মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার দুপুরে গাইবান্ধার সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এ রায় দেন। এ সময় সাজু মিয়া আদালতে উপস্থিত ছিলেন।

গাইবান্ধার সিনিয়র দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ফারুক আহাম্মেদ প্রিন্স জানান, ২০১৮ সালে ২৫ নভেম্বর রাতে গোবিন্দগঞ্জের ন্যাংড়া বাজার থেকে কালিতলাগামী পাকা রাস্তায় মাদকদ্রব্য বিক্রির সময় সাজু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় সাজু মিয়াসহ দুইজনের নামে এবং অজ্ঞাত আরও ৩ জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। তদন্ত শেষে সাজু ও সিরাজুল ইসলাম নামে দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

পিপি আরও জানান, দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত এ রায় দেন। নির্দোষ প্রমাণিত হওয়ায় সিরাজুল ইসলামকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।