- সারাদেশ
- ‘মুক্তিযোদ্ধাদের কবরের ওপর হাসপাতাল নির্মাণ প্রতিহত করা হবে’
‘মুক্তিযোদ্ধাদের কবরের ওপর হাসপাতাল নির্মাণ প্রতিহত করা হবে’

চাকসুর প্রথম নির্বাচিত জিএস শহীদ আবদুর রবের মৃত্যুবার্ষিকীতে সিআরবিতে সমাবেশ করা হয়- সমকাল
চট্টগ্রামে এক সমাবেশে বক্তারা বলেছেন, সিআরবিতে শহীদ আবদুর রবের কবরসহ ১০ মুক্তিযোদ্ধার স্মৃতিচিহ্নের ওপর ইউনাইটেড হাসপাতাল করার অশুভ তৎপরতা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী। এখানে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচিহ্নের ওপর হাসপাতাল করতে দেওয়া হবে না। এই অপচেষ্টা প্রতিহত করা হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) প্রথম নির্বাচিত জিএস শহীদ আবদুর রবের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার সিআরবিতে ওই সমাবেশের আয়োজন করা হয়।
সিআরবি রক্ষা মঞ্চ আয়োজিত সমাবেশ থেকে সিআরবি সাত রাস্তার মোড়ে শহীদ আবদুর রবের ভাস্কর্য স্থাপনের দাবি জানানো হয়।
সমাবেশে বক্তব্য দেন সিআরবি রক্ষা মঞ্চের সমন্বয়ক ডা. মাহফুজুর রহমান, শহীদ আবদুর রবের বোন শাহনাজ পারভীন, সিআরবি রক্ষা মঞ্চের নেতা রাজা মিঞা, শাহ আলম ভুঁইয়া, সোলায়মান খান, রিজওয়ানুর রহমান খান, রেহানউদ্দিন, মশিউর রহমান খান, নজরুল ইসলাম প্রমুখ।
শাহনাজ পারভীন বলেন, তার ভাইয়ের কবরসহ সিআরবিতে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচিহ্নের ওপর ইউনাইটেড হাসপাতাল নির্মাণ করার উদ্যোগ চলছে। মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে এভাবে অপমান কেন? অন্য দেশে স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতিচিহ্ন যত্নের সঙ্গে সংরক্ষণ করা হয়। আর এ দেশে তাদের স্মৃতিচিহ্ন মুছে ফেলা হচ্ছে। অপমানে, ক্ষোভে ও ঘৃণায় তাদের পরিবার আজ বাকরুদ্ধ।
মন্তব্য করুন