নোয়াখালীর বেগমগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মধ্যযুগীয় কায়দায় বাবার কোলে থাকা জান্নাতুল ফেরদাউস তাসপিয়াকে (৩) গুলি করে হত্যা করা হয়েছে। এসময় নিহত শিশুর বাবা সৌদি প্রবাসী মাওলানা আবু জাহেরও (৩৭) গুলিবিদ্ধ হন।

বুধবার বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার ১৪নং হাজীপুর ইউনিয়নে পূর্ব হাজীপুর গ্রামের মালেকার বাপের দোকানের সামনের এলাকায় এই ঘটনা ঘটে। বেগমগঞ্জ মডেল থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

এ ঘটনায় গুলিবিদ্ধ মাওলানা আবু জাহেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। তিনি উপজেলার হাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রাসাদ মিয়ার বাড়ির মৃত জানু সরদারের ছেলে।

এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত তার পরিচয় জানা যায়নি। এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। 

স্থানীয় সন্ত্রাসী রিমন (২৫) ও তার বাহিনীর বিরুদ্ধে এ হামলার অভিযোগ উঠেছে। রিমন উপজেলার দুর্গাপুর ইউনিয়নের লক্ষীনারায়ণপুর গ্রামের দানিজ বেপারী বাড়ির মমিন উল্যার ছেলে।

হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ আজিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রিমন এলাকার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। তার সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ।’

নিহতের মামাতো ভাই ব্যবসায়ী আবদুল্যাহ আল মামুন অভিযোগ করেন, ‘কয়েক দিন আগে আমাদের বাড়ির আল আমিন নামে এক ব্যক্তি রিমনের চাচা মো. বাদশার কাছে জমির মাটি বিক্রি করেন। বাদশা ওই জায়গা থেকে ছয় ফুট মাটি কাটে। এরপর আরও মাটি কাটতে গেলে, বাড়ির লোকজন তাকে বাধা দেয়। একপর্যায়ে মাটি কাটতে বাধা দেওয়ার খবর পেয়ে সন্ত্রাসী রিমন ও তার সহযোগী রহিম, মহিন, সুজনসহ আরও কয়েকজন গত দুই দিন একাধিকবার বাড়িতে এসে গোলাগুলি করে। আমার গর্ভবতী ভাগ্নির পেটেও লাথি দেয়। তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে জানানো হয়। তবে পুলিশ ওই নারীকে প্রথমে চিকিৎসা দিতে বলে।’

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম বলেন, গুলিবিদ্ধ অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এসময় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে ঢাকায় নেওয়ার পথে শিশুটি মারা গেছে বলে জেনেছি। 

বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারনাজমুল হাসান রাজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। অভিযুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।