- সারাদেশ
- ডুমুরিয়ায় জোয়ারের পানিতে বাড়িঘর বাজার প্লাবিত
ডুমুরিয়ায় জোয়ারের পানিতে বাড়িঘর বাজার প্লাবিত

ছবি: সমকাল
খুলনার ডুমুরিয়া উপজেলা সদরের বারআনী বাজারসহ শতাধিক বাড়ি ভদ্রা নদীর জোয়ারের পানিতে তলিয়ে গেছে। শনিবার দুপুরের পর এমন অবস্থার সৃষ্টি হয় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দাসহ বাজারের ব্যবসায়ীরা।
স্থানীয় ব্যবসায়ী আমজাদ হোসেন জানান, দুপুর দেড়টার দিকে ভদ্রা নদীতে জোয়ার শুরু হলে ডুমুরিয়া সদর ট্রলারঘাট ও মুক্তিযোদ্ধা ভবন সংলগ্ন এলাকায় বেড়িবাঁধ উপচে জোয়ারের পানি ভেতরে প্রবেশ করে। এ সময় মুরগির বাজার, কাঁচাবাজার, মুদি দোকানসহ বাজারের সড়কগুলো পানিতে ডুবে যায়।
ডুমুরিয়া সদর ইউপি সদস্য পারুল বেগম বলেন, ভদ্রা নদীর জোয়ারের পানিতে শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ও শতাধিক ঘরবাড়ি তলিয়ে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াদুদ বলেন, জোয়ারের পানিতে বাজারের নিচু অংশ তলিয়ে গেছে। নদীতে ভাটা শুরু হলে ওই পানি আবার নেমে যাবে।
মন্তব্য করুন