- সারাদেশ
- তুলা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে বৃদ্ধের মৃত্যু
তুলা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে বৃদ্ধের মৃত্যু

বগুড়ার শেরপুরে শিমুল গাছ থেকে তুলা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে হাফিজুর রহমান (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হাফিজুর শিমুলের তুলা পাড়তে গাছে ওঠেন। একপর্যায়ে গাছ থেকে একটি শিমুলের গাছের ডাল ভেঙ্গে বিদ্যুতের তারে গিয়ে পড়ে। পরে বৃদ্ধ হাফিজুর বিদ্যুতের তার থেকে ডালটি নিচে ফেলে দেওয়ার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। পরবর্তীতে স্থানীয় লোকজন হাফিজুরকে বিদ্যুতের তারে ঝুলতে দেখে স্থানীয় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীদের খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে হাফিজুরের মরদেহ উদ্ধার করে।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস ইন্সপেক্টর নাদির হোসেন বলেন, খবর পাওয়ার পর আমাদের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মরদেহ শেরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ থাকায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন