ঝিনাইদহের শৈলকুপা উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে ঝিনাইদহ শহরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে এ ঘটনায় আহতের খবর পাওয়া যায়নি। ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে নতুন কমিটি গঠিত হয়।

জানা গেছে, সম্মেলন ঘিরে কেন্দ্রীয় বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান, কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু ও সাবেক সংসদ সদস্য আবদুল ওহাবের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়। উভয়পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ঝিনাইদহ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব এম এ মজিদ বলেন, সরকারি দলের মদদপুষ্ট কিছু লোক সম্মেলন বানচাল করার চেষ্টা করে। তা সত্ত্বেও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শৈলকুপা উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন শেষ হয়েছে। সম্মেলনে আবুল হোসেনকে সভাপতি ও হুমায়ুন বাবর ফিরোজকে সাধারণ সম্পাদক করে শৈলকুপা উপজেলা বিএনপির নতুন কমিটি গঠন করা হয়। অন্যদিকে আবু তালেবকে সভাপতি ও সেলিম রেজা ঠান্ডুকে সাধারণ সম্পাদক করে শৈলকুপা পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়।