- সারাদেশ
- কুরিয়ারে বুকিং দিতে আসা কার্টন খুলে পাওয়া গেলো ফেন্সিডিল
কুরিয়ারে বুকিং দিতে আসা কার্টন খুলে পাওয়া গেলো ফেন্সিডিল

কার্টন খুলে পাওয়া ফেন্সিডিল ও প্রসাধনী
কুড়িগ্রামে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানোর জন্য বুকিং দিতে আসা কার্টন খুলে ১৪৯ বোতল ফেন্সিডিলসহ ভারতীয় প্রসাধনী উদ্ধার করেছে পুলিশ। এ সময় বুকিং দিতে আসা ব্যক্তি কৌশলে সটকে পড়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার সন্ধ্যার দিকে কুড়িগ্রাম জেলা শহরের কলেজ মোড় এলাকায় অবস্থিত সদাগর এক্সপ্রেস লিমিটেড নামক কুরিয়ার সার্ভিসের অফিসে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান। তিনি ফেন্সিডিলসহ ভারতীয় প্রসাধনীগুলো জব্দ করার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
সদাগর এক্সপ্রেস লিমিটেডের স্থানীয় অফিসের ম্যা নেজার রবিউল ইসলাম জানান, সন্ধ্যাির দিকে অজ্ঞাতনামা এক ব্য্ক্তি সাদা পলিব্যারগে মোড়ানো একটি কার্টন নিয়ে এসে তা বুকিং করতে চান।
এ সময় কার্টনের ভেতরে কি মালামাল আছে তা খুলে দেখতে চাইলে ওই ব্যিক্তি কার্টন রেখে কৌশলে ফোনে কথা বলতে বলতে সটকে পড়েন। কিছু সময় অপেক্ষা করার পর কার্টন খুলে ভেতরে ফেন্সিডিলসহ প্রশাধনী সামগ্রী দেখতে পেয়ে তারা প্রধান কার্যালয়ে ঘটনাটি জানান। এরপর সদর থানা পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মালামাল জব্দ করে। কার্টন নিয়ে আসা ব্যশক্তিকে চিনতে পারেননি বলেও জানান তিনি।
পুলিশ জানায়, জব্দ মালামালের মধ্যে ছিল ১৪৯ বোতল ফেন্সিডিল, তিন শতাধিক খালি মোড়কসহ ভারতীয় ৮৭ পিস স্কিন সাইন নামের প্রসাধনী এবং ৩ পিস গোডরেজ বেবি সাবান। বিভ্রান্ত করার জন্য ফেন্সিডিলগুলো ওই প্রসাধনীগুলো দিয়ে ঢেকে রাখা ছিল।
এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান জানান, এখন পর্যন্ত বুকিং দিতে আসা ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়নি। এজন্য অজ্ঞাতনামা এক ব্যিক্তিকে আসামি করে মাদকদ্রব্য্ নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন