- সারাদেশ
- পাকুন্দিয়ায় মামাকে খুনের অভিযোগে ভাগ্নে গ্রেপ্তার
পাকুন্দিয়ায় মামাকে খুনের অভিযোগে ভাগ্নে গ্রেপ্তার

গ্রেপ্তার ভাগ্নে
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্কুল শিক্ষক মামাকে খুনের অভিযোগে ভাগ্নে জাহেদুল হক মহসিন মিয়া (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে মহসিনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দন ইউনিয়নের কাশোরার চর গ্রামে ফুফুর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরি উদ্ধার করে পুলিশ।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ নাহিদ হাসান সুমন বলেন, গ্রেপ্তার মহসিন কিশোরগঞ্জ সদর উপজেলার মুকসেদপুর গ্রামের (বড়পুল এলাকা) শাহাব উদ্দিনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত ভাগ্নে মহসিন তার মাকে নিয়ে পাকুন্দিয়া উপজেলার পোড়াবাড়িয়া গ্রামে মামার বাড়িতে বসবাস করে আসছিলেন। জমিজমার ভাগ বাটোয়ারা নিয়ে মামা আফজাল হোসেন রায়হানের সঙ্গে মহসিনের বিরোধ চলছিল। এর জেরে গত বৃহস্পতিবার বিকেলে রায়হানের সঙ্গে ভাগ্নের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ভাগ্নে ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে মামা রায়হানকে উপর্যুপরি আঘাত করে। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রায়হানকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই মহসিন পলাতক ছিলেন।
এ ব্যাপারে গত শুক্রবার নিহতের স্ত্রী রহিমা খাতুন বাদী হয়ে জাহেদুল হক মহসিনসহ দুই জনকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ নাহিদ হাসান সুমন জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে ডিবি পুলিশের সহায়তায় কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের কাশোরার চর গ্রামে তার ফুফুর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়। পরে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় তাকে।
মন্তব্য করুন