- সারাদেশ
- ৯৯৯ এ ফোন, খড়ের গাদা থেকে উদ্ধার নবজাতক
৯৯৯ এ ফোন, খড়ের গাদা থেকে উদ্ধার নবজাতক

জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে যশোরের শার্শা উপজেলায় সড়কে পড়ে থাকা খড়ের গাদা থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।
শার্শা থানার এসআই সুরঞ্জিত জানান, আকরাম হোসেন নামের এক ব্যক্তির কাছে খবর পেয়ে শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদরে প্রেসক্লাবের সামনে যশোর-বেনাপোল সড়ক থেকে শিশুটিকে উদ্ধার করেন তারা।
তিনি বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। যেহেতু শিশুটির বয়স মাত্র একদিন, সেহেতু তাকে প্রাথমিক অবস্থায় আকরাম ও তার পরিবারের কাছে লালন পালনের জন্য রাখা হবে।
শার্শার ইন্তাজুল হোসেনের ছেলে আকরাম সাংবাদিকদের বলেন, রাতে বাড়ি যাওয়ার সময় খড়ের গাদার মধ্যে বাচ্চাটিকে নড়াচড়া করতে দেখি। এ সময় এলাকার লোকজনদের সহযোগিতায় বাচ্চাটিকে উদ্ধার করি। পরে ৯৯৯ এ ফোন করে পুলিশের কাছে ঘটনাটি জানাই।
শার্শা থানার ওসি মামুন খান বলেন, কে বা কারা শিশুটিকে ফেলে রেখে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া শিশুটির অবিভাবককে খুঁজে পেতে তদন্ত শুরু করেছেন তারা।
মন্তব্য করুন