- সারাদেশ
- গোয়ালন্দে শ্রমিকের মৃতদেহ উদ্ধার
গোয়ালন্দে শ্রমিকের মৃতদেহ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট রেলস্টেশন সংলগ্ন দৌলতদিয়া যৌনপল্লী গেট এলাকা থেকে শাহ আলম প্রামানিক (৩৩) নামের এক কৃষি শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে মৃতদেহটি উদ্ধার করা হয়।
মারা যাওয়া শাহ আলম প্রামানিক সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার মোজাম্মেল প্রামানিকের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে দৌলতদিয়া যৌনপল্লীর দক্ষিণ পাশের গেটের সামনে অব্যহৃত রেলের মধ্যে একজনের মৃতদেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেন তারা। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও রাজবাড়ী রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই শ্রমিক নেশাগ্রস্থ ছিল। মৃতদেহের পাশে থাকা ব্যাগে একটি কাস্তে ছিল। মৃতদেহের ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি যেহেতু রেলের মধ্যে তাই পরবর্তী আইনগত কার্যক্রম রেলওয়ে পুলিশ সম্পন্ন করবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন