- সারাদেশ
- হিজাব বিতর্ক: আমোদিনী পালের মামলায় কারাগারে প্রধান শিক্ষক
হিজাব বিতর্ক: আমোদিনী পালের মামলায় কারাগারে প্রধান শিক্ষক

দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধরণী কান্ত বর্মণ। ছবি: সংগৃহীত
নওগাঁয় মহাদেবপুরে হিজাব নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানির অভিযোগে দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমোদিনী পালের দায়ের করা মামলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধরণী কান্ত বর্মণকে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার নওগাঁর আমলী আদালত-৩ (মহাদেবপুর) এ হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারকে মো. তাইজুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ নিয়ে এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হলো। এর আগে হিজাব বিতর্কের ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানির মামলায় স্থানীয় দুই সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে কিউ এম সাঈদ টিটু (৫০) মহাদেবপুর দর্পণের পরিচালক এবং কাজী সামসুজ্জামান মিলন (৩৮) একই সংবাদমাধ্যমের প্রতিনিধি হিসেবে কর্মরত।
গত বৃহস্পতিবার রাতে মহাদেবপুর শহরের নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় সাংবাদিক কিউ এম সাঈদ টিটু ও সামসুজ্জামান মিলন
সম্প্রতি হিজাব পরায় দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমোদিনী পাল শিক্ষার্থীদের মারধর করেছেন বলে অভিযোগ তুলে ওই বিদ্যালয়ে হামলার ঘটনা ঘটে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই হামলার ভিডিও ভাইরাল হয়।
এদিকে হিজাব বিতর্কে একটি তদন্ত কমিটি গঠিত হয়। তদন্ত কমিটির প্রতিবেদনে ৭টি সুনির্দিষ্ট কারণ ও সুপারিশ উল্লেখ করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার দিন হিজাব নয়; নির্ধারিত স্কুল ড্রেস না পরার কারণেই শিক্ষার্থীদের মারধর করেন দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা আমোদিনী পাল।
নওগাঁর মহাদেবপুরের দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়
একই দিনে বদিউল আলম নামে আরেক শিক্ষক শিক্ষার্থীদের মারধর করেছিলেন। কিন্তু প্রধান শিক্ষক ধরণী কান্ত শুধু শিক্ষিকা আমোদিনী পালকে শোকজ করেন। এ ঘটনা তদন্ত কমিটির কাছে উদ্দেশ্যমূলক মনে হয়েছে।
এছাড়া শুধু আমোদিনী পালকে শোকজ করায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে তদন্ত কমিটি। একইসঙ্গে সরকারি নির্দেশনা অমান্য করে শিক্ষার্থীদের প্রহার করায় আমোদিনী পাল ও বদিউল আলমের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে তদন্ত।
মন্তব্য করুন