অযোগ্যদের দিয়ে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির আহ্‌বায়ক কমিটি গঠনের অভিযোগ এনে তা বাতিলের দাবি জানিয়েছেন দলটির একাংশের নেতাকর্মীরা।

রোববার দুপুরে ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে এ দাবি জানিয়েছেন তারা। সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ৩ দিনের মধ্যে কমিটি বাতিল না হলে দুই কমিটিতে থাকা ৩৬ জনের মধ্যে ২৭ জন নেতা পদত্যাগ করবেন।

এরপর প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন তারা। এই বিক্ষোভ সমাবেশ থেকে নবগঠিত জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন জেলা বিএনপির ২নং যুগ্ন আহ্‌বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল। তিনি বলেন, যে ব্যক্তি দীর্ঘ ৩২ বছর জেলা বিএনপি সুসংগঠিত তো দূরের কথা বরং দলকে ধ্বংস করেছে তাকেই আবার দ্বায়িত্ব দেয়া হয়েছে। আবার বিগত কমিটির একজন সদস্যকে এবারের কমিটির সদস্য সচিব করে সাবেক কমিটির সম্পাদকদের অমর্যাদা করা হয়েছে। অঙ্গসংগঠনের পদধারীরা বিএনপির কমিটিতে থাকতে পারবেন না বলে নীতিগত সিদ্ধান্ত থাকলেও কৃষকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলামকে সদস্য করা হয়েছে।

তিনি আরও বলেন, মহানগর কমিটিতে একজন বয়স্ক ব্যক্তিকে আহ্‌বায়ক করা হয়েছে, যার পক্ষে সরকারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেয়া কষ্টকর।

একটি দুষ্টুচক্র ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ভুল বুঝিয়ে ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করেছে অভিযোগ করে জুলফিকার হোসেন বলেন, তিনদিনের মধ্যে এই কমিটি বাতিল না করা হলে কমিটির বেশিরভাগ নেতা পদত্যাগ করবে। 

এসময় সদ্যগঠিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্‌বায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, খন্দকার ফজলুল হক টুলু, আলী আশরাফ নান্নু, দেলোয়ার হোসেন দিলা এবং সদস্য রশিদুল ইসলাম লিটন, শহীদ পারভেজ ও জাফর হোসেন বিশ্বাস এবং মহানগর কমিটির যুগ্ন আহ্‌বায়ক এবি সিদ্দিকী মিতুল, এমটি আক্তার টুটুল, সামসুল আরেফিন সাগর, আরিফুজ্জামান অপু, এমদাদুল হক এমদাদ ও সদস্য কাইয়ুম মিয়া ও রাজন খান উপস্থিত ছিলেন। এছাড়াও বিএনপির বিভিন্ন ইউনিট ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ তাদের সাথে ছিলেন।

এর আগে গত শুক্রবার ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই জেলা কমিটিতে সৈয়দ মোদারেরছ আলী ইছাকে আহ্‌বায়ক এবং এ কে কিবরিয়া স্বপনকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া মহানগর কমিটিতে এএফএম কাইয়ুম জঙ্গীকে আহ্‌বায়ক এবং গোলাম মোস্তফা মিরাজকে সদস্য সচিব করা হয়েছে