টাঙ্গাইলে সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন গোপালপুর উপজেলা চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু। রোববার জেলা প্রশাসনের কাছে এ বিষয়ে অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, ১০ এপ্রিল জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় গোপালপুর উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার তারাকান্দি-ভূঞাপুর সড়কে যমুনা নদীর তীররক্ষা বাঁধে অবৈধ বালু উত্তোলন বন্ধে আইনি ব্যবস্থা নিতে বলেন। হাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তালুকদার নিপন হত্যাকাণ্ডের বিচার এবং তার পরিবারের নিরাপত্তার দাবি জানান।

এ ছাড়া মাদক কারবারে জড়িত এক ছাত্রলীগ নেতাকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে কেক কাটার প্রতিবাদ করেন তিনি। এসব কারণে সভা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তাকে প্রাণনাশের হুমকি দেন আওয়ামী লীগের সংসদ সদস্য ছোট মনির।

রোববার জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় হুমকির বিষয়টি উপস্থাপন করেন ইউনুস ইসলাম তালুকদার। টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনছারী, বাসাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম এ ঘটনার নিন্দা জানান। বিষয়টি জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীকে জানানোর দাবি ওঠে। পরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

এই স্মারকলিপিতে সই করেন গোপালপুর উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার, টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী, বাসাইল উপজেলা চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, সখীপুর উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, কালিহাতী উপজেলা চেয়ারম্যান আনছার আলী, দেলদুয়ার উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হাসান ও নাগরপুর উপজেলা চেয়ারম্যান আবদুস সামাদ দুলাল।

সংসদ সদস্য ছোট মনির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। উপজেলা চেয়ারম্যানকে কখনোই হুমকি দেননি তিনি। তাকে হেয় করতেই এ অভিযোগ তোলা হয়েছে।