- সারাদেশ
- ট্রেন আটকে রেখে ‘ঘুষ বাণিজ্যের’ প্রতিবাদ
ট্রেন আটকে রেখে ‘ঘুষ বাণিজ্যের’ প্রতিবাদ
-samakal-625c46fad0788.jpg)
কুলাউড়া রেল স্টেশনে ট্রেন আটকে রেখে ঘুষ বাণিজ্যের প্রতিবাদ
কুলাউড়া রেলস্টেশনে লোকোশেডের ইনচার্জ বিমল কান্তি বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রতিবাদ ও তার বদলির দাবিতে রোববার বিকেলে মানববন্ধন করেছেন রেলওয়ে শ্রমিক লীগ ও রেল কর্মচারীরা। এ সময় ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেন প্রায় ১০ মিনিট আটকে রাখেন তারা।
মানববন্ধনে রেল কর্মচারীরা জানান, বিমল কান্তি গত বছরের আগস্ট থেকে এখানে ইনচার্জের দায়িত্ব পান। এ লোকোশেডের অধীনে কুলাউড়া ও সিলেট লোকোশেড নিয়ন্ত্রিত হয়। দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি অধীনস্তদের কাছ থেকে মাসোহারা ও কমিশন বাণিজ্য শুরু করেন। কেউ প্রতিবাদ করলে উল্টো তাকে বদলি, বরখাস্ত করার হুমকি দেন। ছুটি চাইলেও দিতে হয় টাকা। নারী সুইপারকে তার বাসায় কাজ করানোর অভিযোগ রয়েছে। এসব অনিয়মের বিষয়ে প্রধান যান্ত্রিক প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ দেন।
এ সময় বক্তব্য দেন রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এমএ রহিম, সহসম্পাদক মোশারফ হোসেন, সহ্নীড়া সম্পাদক বোরহান উদ্দিন রাজু, সদস্য আজম আলী, আলমাছুর রহমান, খালাসি মোহন মিয়া প্রমুখ।
ইনচার্জ বিমল কান্তি বিশ্বাস বলেন, 'আমি এ বিষয়ে মন্তব্য করতে চাই না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি দেখবে।'
মন্তব্য করুন