ভিসা থাকলেও ভারতে যেতে পারছেন না কেউ
কুলাউড়ার চাতলাপুর বন্দর - সমকাল
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২২ | ১১:০৯ | আপডেট: ১৭ এপ্রিল ২০২২ | ১১:০৯
করোনা সংক্রমণের কারণে টানা দুই বছর ভারতের সঙ্গে স্থলপথে যাতায়াত বন্ধ থাকার পর গত ১ এপ্রিল ফের অনুমতি দেওয়া হয়েছে। তবে ভিসা থাকা সত্ত্বেও মৌলভীবাজারের কুলাউড়া চাতলাপুর বন্দর দিয়ে কাউকে ভারতে যেতে দেওয়া হচ্ছে না। অপরদিকে ভারতের কৈলাশহরের মনু বন্দরে প্রতিদিন বাংলাদেশি ভিসাধারীরা এলেও চাতলাপুর অভিবাসন কেন্দ্র তাদের গ্রহণ করছে না।
চাতলাপুর বন্দরের অভিবাসন কেন্দ্র কর্মকর্তা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা না পাওয়ায় তারা কোনো যাত্রীকে ভারতে যেতে দিচ্ছেন না আবার ভারতের যাত্রীদেরও আসতে দিচ্ছেন না।
ভারতের ভিসাধারীরা জানান, ভিসা পাওয়ার পর সোনালী ব্যাংকে ভ্রমণ কর দিয়ে তারা চেকপোস্টে গেলে চাতলাপুর অভিবাসন কর্মকর্তারা তাদের ভারতে যেতে দিচ্ছেন না। বাংলাদেশের অন্য সব স্থলবন্দর দিয়ে যাত্রীরা ভারতে যেতে পারলেও শুধু এ পথে যেতে দেওয়া হচ্ছে না। এর কারণ জানতে চাইলে চাতলাপুর বন্দরের কর্মকর্তারা বলছেন, তাদের কাছে সংশ্নিষ্ট কর্তৃপক্ষের কোনো নির্দেশনা আসেনি।
চাতলাপুর বন্দরের অভিবাসন কর্মকর্তা নাসিমুল ইসলাম বলেন, এ পথে যাত্রী যাতায়াত শুরু করার কোনো নির্দেশনা তিনি পাননি। তাই কোনো যাত্রীকে বহির্গমনের অনুমতি দিচ্ছেন না। আবার ভারতীয় যাত্রীদের গ্রহণ করছেন না।
চাতলাপুর বন্দরের অপরদিকে ভারতের মনু বন্দরের অভিবাসন কর্মকর্তা নিরঞ্জন মজুমদার বলেন, প্রতিদিন তাদের অফিসে বাংলাদেশি ভিসাধারীরা আসছেন। তবে চাতলাপুর অভিবাসন কেন্দ্র গ্রহণ না করায় তারা বহির্গমনের অনুমতি দিচ্ছেন না।
সোনালী ব্যাংক কমলগঞ্জের শমশেরনগর শাখা ব্যবস্থাপক রিপন মজুমদার বলেন, ভারতীয় ভিসাধারীরা আসার পর তাদের ভ্রমণ কর নিয়ে রসিদ দেওয়া হচ্ছে। তবে এ যাত্রীরা চাতলাপুর অভিবাসন কেন্দ্র থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন।
মৌলভীবাজারের পুলিশ সুপারের বিশেষ শাখার কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, ভারতের সঙ্গে সব অভিবাসন কেন্দ্র খোলা হলেও কেন চাতলাপুর দিয়ে যাত্রী ভারতে যেতে পারবে না? তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন। মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, এ বিষয়টি পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন বিভাগের দেখার কথা। তারপরও তিনি বিষয়টি দেখবেন।
- বিষয় :
- কুলাউড়া
- চাতলাপুর বন্দর
- অভিবাসন কেন্দ্র