- সারাদেশ
- খুলনায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
খুলনায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

খুলনার কয়রা উপজেলার নলপাড়া গ্রামে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর এক নারী (২২) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ এসেছে।
কয়রা থানা পুলিশ গণধর্ষণের শিকার ওই নারীকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছেন।
কয়রা থানার ওসি রবিউল হোসেন সমকালকে জানান, রোববার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার নলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য সোহরাব আলী শেখ বলেন, ওই নারীর স্বামী ইটভাটায় কাজ করেন। কাজের সুবাদে তাকে বাড়ির বাইরে থাকতে হয়। দুর্বৃত্তরা বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়েছে। ভুক্তভোগী নারীর দুই বছর বয়সী এক সন্তান রয়েছে।
মন্তব্য করুন