- সারাদেশ
- টঙ্গীতে ১৬ মামলার আসামি মাসুদ গ্রেপ্তার
টঙ্গীতে ১৬ মামলার আসামি মাসুদ গ্রেপ্তার

আসামি মো. মাসুদ/ ছবি- সংগৃহীত
অস্ত্র, মাদক, ডাকাতি, চাঁদাবাজি, চুরি-ছিনতাইসহ ১৬ মামলার আসামি মো. মাসুদকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশ। রোববার রাতে গাজীপুর জেলার টঙ্গীর বনমালা রেলগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) শুভ মণ্ডল জানান, আজ সোমবার মাসুদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
পুলিশ জানায়, গত ৮ এপ্রিল বিকেলে মাসুদের নেতৃত্বে ২৫-৩০ জনের একটি দল টঙ্গী আউচপাড়া সফি উদ্দিন সরকার একাডেমি রোড এলাকায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ইব্রাহীম চৌধুরীর বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। ওই সময় বাধা দিলে ইব্রাহীমের কর্মী নোমানকে এলোপাতাড়ি কুপিয়ে রেখে যায়। এ ঘটনায় নোমানের বাবা ফাহিম হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় মাসুদকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হলো।
স্থানীয়রা জানান, মাসুদ ওরফে ভাগিনা মাসুদ এক আতঙ্কের নাম। টাকা হলে তাকে দিয়ে যেকোনো অপরাধমূলক কাজই করানো যেত। তার ভয়ে কাঁপত এলাকার সাধারণ মানুষ। মাসুদকে গ্রেপ্তারের খবরের এলাকায় মিষ্টি বিতরণ করেছে সাধারণ মানুষ।
মন্তব্য করুন