- সারাদেশ
- বরগুনায় অস্ত্রোপচার ছাড়াই একসঙ্গে তিন সন্তানের জন্ম
বরগুনায় অস্ত্রোপচার ছাড়াই একসঙ্গে তিন সন্তানের জন্ম

জন্ম নেওয়া তিন শিশু - সমকাল
বরগুনায় অস্ত্রোপাচার ছাড়াই একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক মা। বুধবার সকালে বরগুনা সদরের কুয়েত প্রবাসী হাসপাতালে তিন সন্তান প্রসব করেন সামসুন্নাহার বেগম (২৪)।
শিশুদের মা সামসুন্নাহার বেগম পটুয়াখালীর বাঁধঘাট এলাকার নিজামউদ্দিনের স্ত্রী।
পরিবারসূত্রে জানা যায়, স্বামী নিজামের সঙ্গে ঢাকায় থাকতেন সামসুন্নাহার। অন্তঃসত্ত্বা হওয়ার পর মাসখানেক আগে বাবার বাড়িতে আসেন তিনি। এরপর বুধবার ভোর চারটার দিকে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে গাইনি সার্জন ডা. সাফিয়া পারভীনের তত্বাবধানে চিকিৎসা নেন তিনি। এরপর সকাল সাড়ে ৭টার দিকে বিনা অস্ত্রোপচারে এক ছেলে ও দুই নবজাতকের জন্ম দেন তিনি।
সামসুন্নাহারের ভাই আহাদুল ইসলাম বলেন, ‘একসঙ্গে আমি এক ভাগ্নে ও দুই ভাগনির মামা হয়েছি। পরিবারের সবাই এতে খুশি। খবর ছড়িয়ে পড়লে অনেক লোকজন দেখতে আসছেন, ছবি তুলছেন।
এবিষয়ে ড. সাফিয়া পারভীন বলেন, আল্ট্রাসনোগ্রাফে জমজ বাচ্চার কথা জানা যায়। কিন্তু জন্মের পর দেখি তিন নবজাতক। সিজার ছাড়াই নরমালে নবজাতক প্রসব করা হয়েছে। মা ও বাচ্চারা সুস্থ আছেন।
মন্তব্য করুন