চট্টগ্রাম-সন্দ্বীপ নৌ রুটে স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ ৩ শিশু এখনও উদ্ধার হয়নি। এদিকে ৩৬ ঘণ্টা পর বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান সমাপ্ত ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীশা।

প্রসঙ্গত ২২ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে সন্দ্বীপ যাওয়ার পথে স্পিডবোট ডুবে ৩ শিশু নিখোঁজ হয়। এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীশা বলেন, ‘বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে স্পিডবোটটি দুর্ঘটনায় পড়ে। ১৮ জন তীরে উঠতে সক্ষম হলেও ৩ জন এখনও নিখোঁজ রয়েছে। এরপর স্থানীয়দের সহায়তায় কোস্টগার্ড উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু বুধবার তাদের আর খুঁজে পাওয়া যায়নি। নৌবাহিনীর ডুবুরি দল আজ বৃহস্পতিবার নতুন করে অভিযান চালায়। কিন্তু আজও তিন শিশুর হদিস মেলেনি। তাদের আর জীবিত পাওয়ার সম্ভাবনা নেই। লাশের খোঁজে শুক্রবারও আবার অভিযান চলবে।’ 

এদিকে স্পীডবোট চালকেরও কোন হদিস পায়নি প্রশাসন। এ ব্যাপারে কোন মামলাও হয়নি। তবে চালক ও ইজারাদারকে গ্রেপ্তারের দাবিতে শুক্রবার উপজেলা কমপ্লেক্স মাঠে সমাবেশ ডেকেছে সন্দ্বীপের বিক্ষুব্ধ তরুণরা।