- সারাদেশ
- চরফ্যাসনে স্কুলছাত্রী অপহরণের অভিযোগ, আটক ১
চরফ্যাসনে স্কুলছাত্রী অপহরণের অভিযোগ, আটক ১

ভোলার চরফ্যাসন উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যায় অপহৃত ছাত্রীর বাাবা বাদী হয়ে রিয়াজ হোসেনকে প্রধান আসামি করে ৪ জনের নামে শশীভূষণ থানায় মামলা করেছেন।
জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ মামলার আসামি মমিনকে আটক করছে।
আটককৃত মমিন উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিরাজ মাঝির ছেলে। শশীভূষণ থানার এসআই মো.দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, রিয়াজ নামে এক যুবক ওই ছাত্রীকে স্কুলে যাওয়ার সময় বিরক্ত করতেন। বিষয়টি রিয়াজের পরিবারকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। বুধবার সন্ধ্যায় ওই স্কুলছাত্রী পুকুরে ওযু করতে গেলে রিয়াজ হোসেন ও তার সহযোগী মমিনসহ অজ্ঞাত আরও ৪/৫ জন অপহরণ করেন।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান পাটোয়ারী বলেন, অপহরণের অভিযোগে মামলা হয়েছে। স্কুলছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
মন্তব্য করুন