চট্টগ্রাম-সন্দ্বীপ নৌরুটে স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ তিন শিশুর মধ্যে একজনের লাশ পাওয়া গেছে বলে জানিয়েছেন সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ। ঘটনার প্রায় ৪৮ ঘণ্টা পর উড়িরচর থেকে লাশ পাওয়া গেছে শিশুটির। উদ্ধারকারী দল বাকি নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে।

ফায়ার সার্ভিসের উদ্ধারকারি দল লাশ নিয়ে এসেছে সন্দ্বীপ থানায়। উদ্ধার লাশ যমজ দুই সন্তানের একটি বলে নিশ্চিত করেছে তার পরিবার। শিশুটির নাম আদিবা। এখনো নিখোঁজ আছে আদিবার বোন আলিভা ও সমীরের ছেলে সৈকত।

প্রসঙ্গত, ২২ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে সন্দ্বীপ যাওয়ার পথে স্পিডবোট ডুবে ৩ শিশু নিখোঁজ হয় ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। গত বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে স্পিডবোটটি দুর্ঘটনায় পড়ে। ১৮ জন তীরে উঠতে সক্ষম হলেও ৩ জন নিখোঁজ হয়। 

এরপর স্থানীয়দের সহায়তায় কোস্টগার্ড উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু বুধবার তাদের আর খুঁজে পাওয়া যায়নি। নৌবাহিনীর ডুবুরি দল পরদিন বৃহস্পতিবারও তিন শিশুর হদিস মেলেনি। আজ শুক্রবার একজনের লাশ পাওয়া গেছে।