- সারাদেশ
- চট্টগ্রামে উল্টে গেছে ট্রেনের কন্টেইনার বোঝাই বগি
চট্টগ্রামে উল্টে গেছে ট্রেনের কন্টেইনার বোঝাই বগি

ছবি- সমকাল
চট্টগ্রামে কন্টেইনার বোঝাই ট্রেনের বগি উল্টে লাইনচ্যুত হয়ে গেছে। আজ শুক্রবার বিকেল সাড়ে চারটায় নগরীর সল্টগোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে অবশ্য কেউ হতাহত হননি। তবে ট্রেনটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনসার আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুর্ঘটনার কিছু সময় পর বগিটি লাইনে তোলার কাজ শুরু হয়। তবে ফ্লাইওভারের নিচে হওয়ায় যন্ত্রপাতি ব্যবহার করে বগি লাইনে তুলতে সমস্যা হচ্ছিল। রাতের মধ্যেই বগিটি লাইনে তোলা যাবে বলে আশা করা হচ্ছে। এরপর ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে।’
চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনারভর্তি মালামাল বোঝাই করে ট্রেনটি চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ডে (সিজিপিওআই) যাচ্ছিল মালবাহী ট্রেনটি। ১৫ বগির ওই ট্রেন সল্টগোলা ক্রসিং এলাকায় এলে এটির ১১ নম্বর বগিটি উল্টে যায়। সিজিপিওআই থেকে ট্রেনটি রাত ৮টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।
মন্তব্য করুন