দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার কারণে দেশের জনগণকে মাশুল দিতে হচ্ছে দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, 'পবিত্র এই রমজান মাসে নিত্যপণ্যের বাজারে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। বাজারে সিন্ডিকেট তৈরি করা হয়েছে। আর এই সিন্ডিকেটই কৃত্রিমভাবে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে। কোথাও কোনো জবাবদিহিতা নেই।এভাবে লাগামহীনভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়ে যাওয়ায় জনগণকে তার মাশুল দিতে হচ্ছে।'

শুক্রবার বিকেলে নগরীর নাসিমন ভবন দলীয় কার্যালয়ে এক সভায় তিনি এসব কথা বলেন। আগামী মঙ্গলবার মহানগর বিএনপির ইফতার মাহফিল সফল করতে প্রস্তুতির অংশ হিসেবে এই সভা আয়োজন করা হয়।

এর আগে দলীয় কার্যালয় সংলগ্ন জামে মসজিদে মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দস্তগীর চৌধুরীর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এমএ আজিজ, যুগ্ম আহবায়ক মো. মিয়া ভোলা, নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, আহবায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন জিয়া, মো. হারুন জামান, মো. আলী, এস এম আবুল ফয়েজ, আর ইউ চৌধুরী শাহীন, আনোয়ার হোসেন লিপু, গাজী মো. সিরাজ উল্লাহ, মো. কামরুল ইসলাম, বিএনপি নেতা ইদ্রিস আলী প্রমুখ।