- সারাদেশ
- সৈকতের লাশ পাওয়া গেছে, এখনও নিখোঁজ এক শিশু
সন্দ্বীপে স্পিডবোটডুবি
সৈকতের লাশ পাওয়া গেছে, এখনও নিখোঁজ এক শিশু

চট্টগ্রামের সন্দ্বীপ উপকূলে স্পিডবোটডুবির ঘটনায় সমীর হোসেনের ছেলে মনির হোসেন ওরফে সৈকতের (১০) লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে সন্দ্বীপের বিচ্ছিন্ন ইউনিয়ন উড়িরচর থেকে লাশটি উদ্ধার করা হয়।ফায়ার সার্ভিসের সন্দ্বীপ স্টেশন কর্মকর্তা কিরিটি রঞ্জন বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
এ নিয়ে নিখোঁজ তিন শিশুর মধ্যে শুক্রবার দুজনের লাশ উদ্ধার হলো। এর আগে সকাল নয়টার দিকে উড়িরচরে একটি ঝোপে আটকে ছিল ওমানপ্রবাসী মো. আলাউদ্দিন জমজ দুই শিশুকন্যার মধ্যে একজনের লাশ। জেলেরা লাশটি দেখতে পেয়ে উপজেলা প্রশাসনকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আট বছরের শিশু আদিবার লাশটি উদ্ধার করে। ওই শিশুটির মা পান্না বেগম এসে লাশ শনাক্ত করেন।
এ ছাড়া বুধবার দুর্ঘটনার পরপরই আলাউদ্দিন-পান্না দম্পতির বড় মেয়ে নুসরাত জাহানের (১৩) লাশ উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ রয়েছে আদিবার বোন আলিফা।
এদিকে স্পিডবোটডুবির ঘটনায় আজ বিকেলে ঘাটের ইজারাদার ও স্পিডবোটচালককে গ্রেপ্তার ও শাস্তি এবং সন্দ্বীপে যাতায়াত নিরাপদ করার দাবিতে উপজেলা কমপ্লেক্স এলাকায় মানববন্ধন করেন স্থানীয় ব্যক্তিরা। এ সময় একটি বিক্ষোভ মিছিলও বের করেন তারা।
প্রসঙ্গত, ২২ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে সন্দ্বীপ যাওয়ার পথে স্পিডবোট ডুবে ৩ শিশু নিখোঁজ হয় ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। গত বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে স্পিডবোটটি দুর্ঘটনায় পড়ে। ১৮ জন তীরে উঠতে সক্ষম হলেও ৩ জন নিখোঁজ হয়।
মন্তব্য করুন