- সারাদেশ
- শিশু সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা
শিশু সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

প্রতীকী ছবি
ভোলার দৌলতখানে আট বছরের সন্তানকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন মা। বৃহস্পতিবার রাতে উপজেলার চর খলিফা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেহের আলী মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ নিহত শাকিলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। মাসহ পরিবারের অন্যরা আত্মগোপনে রয়েছেন।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, আল আমিনের স্ত্রী রুনু বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। সামান্য বিষয়ে শিশু শাকিলকে বেধড়ক মারধর করতেন। বৃহস্পতিবার মধ্যরাতে বন্ধ ঘরে কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। এ সময় তারা দেখতে পান রুনু বেগম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করছেন। তবে প্রতিবেশীদের উপস্থিতিতে তিনি আত্মহত্যা করতে পারেননি। পাশেই অচেতন ছেলে শাকিল পড়ে আছে। তাৎক্ষণিক শিশুটিকে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বাবা আল আমিন চট্টগ্রামে রাজমিস্ত্রির কাজ করেন। তাদের দুই বছরের এক মেয়েও আছে।
দৌলতখান থানার ওসি বজলার রহমান জানান, সকালে শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে গলাটিপে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে প্রকৃত কারণ জানা যাবে। শিশুটির মা মানসিক সমস্যায় ভুগছেন। প্রাথমিকভাবে এ ঘটনার সঠিক কোনো কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ।
মন্তব্য করুন