- সারাদেশ
- ক্ষোভে উত্তাল সন্দ্বীপ, শত শত তরুণের বিক্ষোভ সমাবেশ
ক্ষোভে উত্তাল সন্দ্বীপ, শত শত তরুণের বিক্ষোভ সমাবেশ

ছবি: সমকাল
নিরাপদ নৌ রুট, দোষীদের বিচারসহ পাঁচ দফা দাবিতে শুক্রবার উত্তাল ছিল সন্দ্বীপ। শত শত তরুণ উপজেলা কমপ্লেক্স মাঠে বিক্ষোভ সমাবেশ করেছেন। এসময় তারা চট্টগ্রাম-সন্দ্বীপ নৌ রুট নিরাপদ করার আলটিমেটাম দেন। এই সমাবেশ থেকে সমাজকর্মী মো. রুস্তম বলেন, ‘এই ঘটনায় যারা দায়ী তাদের সবার শাস্তি চাই আমরা। নিরাপদ নৌ রুট চাই আমরা। চাই নিহতদের যৌক্তিক ক্ষতিপূরণও।’
তাদের ৫ দফা দাবির মধ্যে আছে- অবৈধ নৌযান পরিচালনাকারী ইজারাদার ও চালককে অতি শিগগিরই গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে; অবৈধ নৌযানে নিহত হওয়া পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে; ২ এপ্রিল অবৈধ লাল বোট দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে ও নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে; বিআইডব্লিউটিসির পরিচালিত জাহাজ প্রতিদিন মোট চারবার পরিচালনা করতে হবে; সর্বশেষ নিরাপদে জাহাজে উঠানামা করার ব্যবস্থা করতে হবে।
সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসান আল নাহিয়ান, মারম্নফ চৌধুরী, মাহিন হুজাইফা, শামসুল আজম মুন্না, আবদুর রহমান ইমন, সাজিদুল, কামরুল হাসান প্রমুখ।
মন্তব্য করুন