সিলেটে বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব তালুকদার মকবুল হোসেনের ওপর হামলা হয়েছে। পরে পুলিশ তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বৃহস্পতিবার রাতে নগরীর আখালিয়া সুরমা গেটে এ ঘটনা ঘটে।

মকবুল হোসেন সমকালকে জানান, তিনি সুরমা আবাসিক এলাকার ৬ নম্বর রোডে বসবাস করছেন। ওইদিন রাত ৮টার দিকে একই পাড়ার অ্যাডভোকেট আজিম উদ্দিন, সাহেদ, সাহিন, কামরুলসহ ১০-১৫ জন তার ওপর হামলা করে। তাদের হাত থেকে রক্ষা পেতে স্থানীয় একটি দোকানে আশ্রয় নেন তিনি। পরে পুলিশ তাকে উদ্ধার করে।

তিনি অভিযোগ করেন, আসামির জামিন করানোর কথা বলে টাকা নেন অ্যাডভোকেট আজিম। কিন্তু জামিন না করাতে পারায় টাকা দাবি করলে উল্টো হয়রানি শুরু করেন তিনি। ওইদিন রাতে কথা কাটাকাটির সময় দলবল নিয়ে তিনি হামলা করেন বলে দাবি করেন মকবুল।

এ বিষয়ে অ্যাডভোকেট আজিম উদ্দিন জানান, মকবুল হোসেন তার বাসার ভাড়াটিয়া ছিলেন। গত মাসে বাসা ছেড়ে চলে যান। তার কাছে এক মাসের ভাড়া পাওনা ছিল। সেই টাকা দেওয়ার কথা ছিল বুধবার। বৃহস্পতিবার তাকে রাস্তায় পেয়ে টাকার কথা জানতে চাইলে উল্টে গালি দেন তিনি। এমনকি গায়েও হাত তোলেন। তার ওপর হামলার প্রশ্নই ওঠে না।

কোতোয়ালি থানার এসআই প্রানেশ জানিয়েছেন, খবর পেয়ে মকবুল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে টাকা নিয়ে বিরোধ রয়েছে।