কুমিল্লা হ্যানিম্যান হোমিওপ্যাথি মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের চিকিৎসা আইন বিষয়ের প্রশ্নপত্রের একটি অংশের 'মুদ্রণজনিত ভুল' নিয়ে ক্ষমা চেয়েছেন অধ্যক্ষ সাইফুল ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নিজের ফেসবুক পেজে এ ক্ষমা চান তিনি। গত বুধবার ২০২১ সালের প্রশ্নে ২০২২ সালের এ পরীক্ষা নেওয়া হয়।

একাধিক শিক্ষার্থী সমকালকে বলেন, নগরীর পুরাতন চৌধুরীপাড়া এলাকায় অবস্থিত কলেজটিতে পরীক্ষার ওই প্রশ্নপত্রের ৮ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন ছিল- সংক্ষেপে লেখ : (ক) ভার্জিনিটি (খ) ধুতরার বিষক্রিয়া (গ) গর্ভপাত (ঘ) হিন্দুদের ধর্মীয় গোড়ামি (ঙ) যৌন অপরাধ। 'ঘ' প্রশ্নের বিষয়টি তাদের নজরে আসার পর তাৎক্ষণিকভাবে তা কর্তব্যরত শিক্ষকদের অবহিত করেন। এ

সময় শিক্ষকরা বিষয়টি অধ্যক্ষকে জানালে তারা প্রশ্নটি এড়িয়ে যাওয়ার জন্য পরীক্ষার্থীদের নির্দেশ দেন। তবে কেন্দ্র থেকে বের হওয়ার পর শিক্ষার্থীরা এ নিয়ে ফেসবুকে পোস্ট দেন। এ অবস্থায় পরদিন অধ্যক্ষ তার ফেসবুক পেজে ক্ষমা চেয়ে পোস্ট দেন।

শুক্রবার অধ্যক্ষ সাইফুল ইসলাম সমকালকে বলেন, করোনার জন্য সেশনজট হওয়ায় গত বছরের প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়। 'ঘ' প্রশ্নের ভুলের জন্য ক্ষমা চেয়ে পোস্ট দিয়েছি। এটা মুদ্রণজনিত ভুল। তবুও এ প্রশ্নপত্র প্রণয়নের সঙ্গে যিনি জড়িত ছিলেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।