রাজশাহীর চারঘাটে একটি কলাবাগান থেকে আব্দুল মান্নান (৭০) নামে এক বৃদ্ধ গ্রাম্য চিকিৎসকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার শলুয়া ইউনিয়নের কানজগাড়ি এলাকার কলাবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল মান্নান ওই গ্রামের মৃত করিম মণ্ডলের ছেলে।

চারঘাট মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ জানান, আব্দুল মান্নান শুক্রবার বিকালে ইফতার সামগ্রী সঙ্গে নিয়ে নিজের পাট ক্ষেতে কাজ করতে যান। সন্ধ্যার পরেও পাট ক্ষেতের কাজ শেষ করে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকেন। পরে রাত সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজন পাট ক্ষেতের পাশের কলাবাগানে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। এসময় স্বজনেরা তার লাশ শনাক্ত করেন। পরে রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য সাবদুল ইসলাম জানান, আব্দুল মান্নান পেশায় একজন গ্রাম্য চিকিৎসক। শলুয়া ইউনিয়নের মালেকার মোড়ে তার ওষুধের দোকান রয়েছে। শুক্রবার বিকেলে দোকানে না গিয়ে নিজের পাটক্ষেতে কাজে যান তিনি। পরে পাট ক্ষেতের পাশের কলাবাগান থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

চারঘাট মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ বলেন, কলাবাগান থেকে আব্দুল মান্নান নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে।