- সারাদেশ
- হিজলায় দোকান ভাঙচুর করে টাকা লুটের অভিযোগ
হিজলায় দোকান ভাঙচুর করে টাকা লুটের অভিযোগ

আহত জুতা দোকানি তারেক হোসেন - সমকাল
বরিশালের হিজলা উপজেলা সদরের একটি জুতার দোকানে হামলা ও ভাঙচুর করে দুই লাখ টাকা লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। এ সময় তারেক হোসেন (৩৫) নামে এক দোকান মালিককে মারধর ও ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীরা বিক্ষোভ করেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে রিপন ব্যাপারী নামে এক ক্রেতা পরিবার নিয়ে হিজলা বন্দরের তারেকের জুতার দোকানে জুতা কিনতে আসেন। এ সময় তিনি দোকানের একটি স্যান্ডেল ভেঙে ফেলেন। এ নিয়ে তারেকের সঙ্গে রিপনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রিপনকে দোকান থেকে বের হয়ে যেতে বলেন তারেক। এতে ক্ষিপ্ত হন তিনি। এরপর সন্ধ্যার দিকে ১০-১২ জনকে সঙ্গে নিয়ে ওই দোকানে হামলা চালিয়ে দোকান ভাঙচুর ও মালিককে মারধর করা হয়। পরে আহত অবস্থায় তারেককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রিপন ব্যাপারীর অভিযোগ, ‘পরিবার নিয়ে তারেকের দোকানে জুতা কিনতে গেলে দাম বেশি চাওয়ায় কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আমার কাছে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেন তারেক। পরে লোকজন নিয়ে গেলে আমার ওপর চড়াও হন তিনি।’
বিষয়টি স্বীকার করে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস মিয়া বলেন, দু’পক্ষই পাল্টা অভিযোগ দিয়েছেন। এখনও মামলা হয়নি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন