আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুন্সীগঞ্জের শিমুলিয়া থেকে  মাদারীপুরের বাংলাবাজার ও শরীয়তপুরের মাঝিকান্দি নৌপথে লঞ্চ চলাচলের সময়সীমা দুই ঘণ্টা বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

২৫ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত দুটি নৌপথে লঞ্চ চলাচল করবে। স্বাভাবিক সময়ে এই নৌপথে রাত ৮টা পর্যন্ত লঞ্চ চলাচল করে থাকে। এই নৌপথে ৮৬টি লঞ্চ চলাচল করে থাকে।

শুক্রবার দুপুরে শিমুলিয়া নদীবন্দরের সহকারী পরিচালক শাহাদাত হোসেন এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, লঞ্চ মালিক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান সময়সীমা বৃদ্ধির অনুমতি দিয়েছেন।

গত বৃহস্পতিবার লঞ্চ মালিক সমিতি সময়সীমা বৃদ্ধির জন্য বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের কাছে আবেদন করেন।

লিখিত আবেদনে শিমুলিয়া জোনের লঞ্চ মালিক সমিতির সভাপতি আতাউর রহমান জানান, রাত ৮টায় লঞ্চ চলাচল বন্ধ হলে নৌপথে যাত্রীদের পারাপারের উপায় থাকে না। ফলে টার্মিনালের খোলা জায়গায় বাধ্য হয়ে রাতভর অবস্থান করতে হয় যাত্রীদের। যাত্রীদের এই ভোগান্তির কথা বিবেচনা করে লঞ্চ চলাচলের সময় বাড়ানো হয়েছে।