- সারাদেশ
- খুলনায় সেফটি ট্যাঙ্কি থেকে শিশুর মরদেহ উদ্ধার
খুলনায় সেফটি ট্যাঙ্কি থেকে শিশুর মরদেহ উদ্ধার

শিশু আবদুল্লাহ। ছবি-সংগৃহীত
খুলনা মহানগরীর খালিশপুরে চিত্রালী সুপার মার্কেটে নির্মাণাধীন সেফটি ট্যাংকি থেকে আব্দুল্লাহ নামে সাত বছরের একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকালে সেফটি ট্যাংকির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা।
খালিশপুর থানার ওসি কামাল হোসেন খান সমকালকে জানান, খালিশপুর বঙ্গবাসী এলাকার বাসিন্দা আবুল কালামের ছেলে আব্দুল্লাহ শুক্রবার বিকেলে বাড়ি থেকে খেলতে বের হয়। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। রাতে তার সন্ধানে এলাকায় মাইকিং করা হয়।
শনিবার সকালে চিত্রালী বাজারে সেফটি ট্যাঙ্কির মধ্যে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পরিবারের সদস্যদের খবর দেয়। তারা গিয়ে মরদেহ তুলে বাড়িতে নিয়ে গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মন্তব্য করুন