- সারাদেশ
- ইফতার শেষে বাড়ি ফেরার পথে বাগেরহাটের ইউপি সদস্যের ওপর হামলা
ইফতার শেষে বাড়ি ফেরার পথে বাগেরহাটের ইউপি সদস্যের ওপর হামলা

ইফতার শেষে সপরিবারে বাড়ি ফেরার পথে বাগেরহাট সদর উপজেলার হারিখালী এলাকায় গোটাপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মনিরুল ইসলাম তরফদার মনির(৪৫) ওপর হামলা করেছে দুর্বৃত্তরা।
তার পরিবারের অভিযোগ, সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষ এই হামলা চালিয়েছে।
মনিরুল ইসলাম তরফদার মনির স্ত্রী আছিয়া আক্তার রত্না সমকালকে বলেন,ইউপি সদস্য পদে নির্বাচন সংক্রান্ত বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন মনির স্ত্রী আছিয়া আক্তার রত্না।
তিনি বলেন, শুক্রবার ইফতার মাহফিল শেষে মোটরসাইকেল নিয়ে বাগেরহাট শহরের বাড়ি ফিরছিলেন তারা। মুনিগঞ্জ সেতু থেকে নেমে হারিখালী এলাকায় পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা তরিকুল ইসলাম ছোটসহ ১২-১৪ তাদের গতিরোধ করে। বিপদ বুঝতে পেরে মনির দৌঁড়ে পালানোর চেষ্টা করে। তখন তারা মনিরকে ধরে ফেলে ও এলোপাতারি কোপাতে থাকে। পরে রত্নাকেও মারধর করে শিশুকন্যাসহ রাস্তার খাদে ফেলে দেয়। গুরুতর আহত মনিরকে মৃত ভেবে সড়কে ফেলে রেখে চলে যায় তরিকুল ইসলামরা।
আহত মনিরুল ইসলাম তরফদার মনি বাগেরহাট সদর উপজেলার ভাটসালা গ্রামের ইছহাক আলী তরফদারের ছেলে। সে গোটাপাড়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের (ভাটসালা) সদস্য। হামলার নেতৃত্ব দেওয়া তরিকুল ইসলাম ছোট (৩৫) ভাটশালা গ্রামের বাসিন্দা। ছোট একসময় বাগেরহাট জেলা ছাত্রলীগের পদে ছিলেন।
আছিয়া আক্তার রত্না বলেন, ‘তরিকুল ইসলাম ছোটর বড় ভাই মতি নির্বাচনে আমার স্বামীর সাথে হেরে যায়। এরপর থেকে আমাদেরকে মেরে ফেলার জন্য তারা হুমকিধামকি দিতে থাকে। মেরে ফেলার জন্য ওরা আমার স্বামীকে কুপিয়েছে, তার অবস্থা এখন আশঙ্কাজনক।’
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, আহত ইউপি সদস্য মনিরুল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার স্ত্রীর সাথে কথা বলেছি। তারা একজনকে শনাক্ত করতে পেরেছেন। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।
মন্তব্য করুন