আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের সদর উপজেলার শতাধিক বীর মুক্তিযোদ্ধাদের হাতে উপহার হিসাবে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে ।

আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সদস্য ড. যশোদা জীবন দেবনাথের সহযোগিতায় শনিবার সকাল ১০টার দিকে শহরের আলীপুর মোড়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবেন এই খাদ্য বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যদের হাতে এই উপহার তুলে দেন মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার ক্যাপটেন (অব) নূর মোহাম্মদ বাবুল ।  

এ সময় উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল ফয়েজ, সাবেক ডেপুটি কমান্ডার নজরুল ইসলাম জামাল, শাহজাহান মিয়া, শামসুদ্দিন ফকির।

উপহারের মধ্যে ছিল, পোলাউয়ের চাউল, সেমাই, তেল, চিনি, গুড়া, দুধ, ঘি ও লবণ।